বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু হত্যার সময় আ.লীগ নেতারা কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ২৫৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় আওয়ামী লীগের নেতারা কোথায় ছিলেন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে নেতাদের একজনও কেন এগিয়ে এসে সাহসী ভূমিকা রাখেননি—সেই প্রশ্নের জবাব আজও খুঁজে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এটা (আওয়ামী লীগ) এত বড় একটি সংগঠন…কত নেতা! তাঁরা তখন কোথায় ছিলেন? মাঝেমধ্যে এর উত্তর আমি খুঁজে ফিরি; কেউ একজনও সাহস নিয়ে এগিয়ে গেলেন না। সাধারণ মানুষ সব সময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুকে হত্যা করা হবে—সেই বিষয়টি দেশের কেউ কেন জানতে পারলেন না এবং একজনও কেন হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেন না, তা নিয়ে প্রধানমন্ত্রী বক্তৃতায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘৩২ নম্বরের (ধানমন্ডি) মেঝেতে তাঁর মরদেহ পড়ে ছিল, কেন? এর জবাব আমি আজও পাইনি।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে রক্ষায় ব্যর্থতার খেসারত পরবর্তী দশকগুলোতে দিতে হয়েছে জাতিকে।
স্বাধীনতাকে ব্যর্থ করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানপ্রেমীদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর বা দালালচক্র যারা অন্তরে অন্তরে পাকিস্তান প্রেমে ভোগে, তাদের চক্রান্ত এই মাটিতে কখনো সফল হতে পারে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা এবং জাতির পিতা এই দেশের জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন। তাঁর ত্যাগ বৃথা যেতে পারে না।’
শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নীতি-আদর্শগতভাবে যেভাবেই হোক পাকিস্তানের ওপর আমরা থাকব। আজকে সত্যিই বাংলাদেশ সব দিক থেকে পাকিস্তানের ওপর অবস্থান করছে এবং আমাদের সেটি ধরে রাখতে হবে। নইলে ওই পাকিপ্রেমী যারা, তারা বিদেশেই থাক, জেলখানাতেই থাক আর যেখানেই থাক তাদের চক্রান্ত থাকবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার সেই কথা স্মরণ করতে হবে যে এই সাত কোটি বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না।’ তিনি বলেন, ‘এখন আমরা ১৬ কোটি। এখানে মুষ্টিমেয় দালাল থাকতে পারে, কিন্তু এই বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি ও পারবে না। সেটা আমরা প্রমাণ করেছি।’
প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই বিজয় দিবস আজকে ব্যাপকভাবে উদ্যাপিত হয়েছে। সারা দেশ লাল-সবুজের রঙে রঙিন হয়ে এ বিজয় উদ্যাপন করেছে। আমি আশা করি ঠিক বিজয়ীর বেশে বাঙালি জাতি সারা বিশ্বে তার মর্যাদা নিয়ে চলবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রারম্ভিক বক্তৃতা করেন। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদক এস এম মান্নান ও হুমায়ুন কবির বক্তৃতা করেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম সভা পরিচালনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ