বৃহস্পতিবার দুপুর ১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরদর্শিকা সুমিত্রা রানী চৌধুরীর সার্বিক সহযোগিতায় পুরুষ বন্ধ্যাকরণ ও ইমপ্ল্যান্ট ক্যাম্পের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোজাম্মেল হক, সহকারী পরিচালক(সিসি) এফপিসিএস কিউআইটি ডাঃ ননী ভূষন তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আশরাফুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরী, পরিবার কল্যাণ পরিদর্শিকা মৃদুলা রানী তালুকদার সহ প্রমুখ।