নাইম তালুকদার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের কাচিভাঁঙ্গা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ জালু মিয়া(৪৫)। তিনি ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের মৃত মনাফ আলীর ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় এ হতাহতের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জালু মিয়া ইউনিয়নের ডিগারকান্দির কাচিভাঙ্গা হাওরে বোরো ধান কাটার সময় হঠাৎ কাল বৈশাখী ঝড়ের ফাঁকে বজ্রপাতে তার শরীরের অনেকাংশ জ্বলে পুড়ে যায়। তাৎক্ষনিক তার সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে স্থানীয় কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে কৃষক জালু মিয়ার শরীরের অধিকাংশ জায়গা
পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।