রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৪ বার

নিজস্ব প্রতিবেদক::  ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে পুস্পস্তবক অর্পন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিরি সদস্য দেওয়ান ইমদাদ রেজা, লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক একে এম মহিম, সহ-সভাপতি শামস শামীম, যুগ্ম সম্পাদক বিন্দু তালুকদার, প্রেসক্লাব সদস্য এমরানুল হক চৌধুরী, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান শাহীন, কামরুল হাসান, কোষাধক্ষ এআর জুয়েল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর, দিলাল আহমদ, মোসাইদ রাহাত, দেওয়ান তসদ্দুক রাজা চৌধুরী, আল আমিন, আব্দুস শহিদ, পুলক রাজ প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে যুদ্ধদিনের স্মৃতি রোমন্থন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়া’র যুদ্ধদিনের স্মৃতি কথা শুনেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়াকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ