সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

ধান চাল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৪ বার

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৮ টি ইউনিয়নের আমন ধান সংগ্রহের লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক যাচাইকরণ সংক্রান্ত উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর সঞ্চালনায় কৃষক যাচাইকরণ সংক্রান্ত উন্মুক্ত লটারী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান,কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, কৃষি ব্যাংক ডুংরিয়া শাখার ম্যানেজার আলী নুর মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্ল্যেখ্য যে, উপজেলায় আমন চাষীর সংখ্যা ১হাজার ৫শত ৬৮জন, এর মধ্যে উৎপাদিত আমন ধানের পরিমাণ ৫হাজার ৫শত মেঃটন, তবে বরাদ্দ অনুযায়ী ১মেঃটন হারে শতকরা বিভাজিত কৃষকের সংখ্যা লটারীর মাধ্যমে ২শত ৪জন, অপেক্ষামান ৪৩জন রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারীর মধ্যে নির্ধারিত কৃষক ধান বিক্রি না করলে অপেক্ষামান তালিকা হতে কৃষকের ধান ক্রয় করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ