বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

এন্ড্রু কিশোরের জন্য পাওয়া গেছে ৫০ লাখ টাকা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৯ বার

বিনোদন ডেস্কঃ   
দেশের বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহায়তার জন্য এরই মধ্যে ৫০ লাখ টাকা পাওয়া গেছে। তিনি ক্যানসারে আক্রান্ত। এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে তাঁকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে। গত ২৪ নভেম্বর তিনি প্রথম আলোকে জানিয়েছেন, এ পর্যায়ের চিকিৎসার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে সেখানে থাকতে হবে। ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। তাঁর এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন।
এদিকে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। সেখানে লিপিকা এন্ড্রু জানান, শিল্পীর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘকালীন এ চিকিৎসার তেমন কোনো পূর্বপ্রস্তুতি না নিয়েই সিঙ্গাপুরে যান তাঁরা। কিন্তু চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিংয়ের পেজ চালু করেছেন।
এন্ড্রু কিশোর বললেন, ‘এমনটি আমি চাইনি। বাধ্য হয়ে এটি খুলতে হয়েছে। আর পারছি না।’
এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, সৈয়দ আব্দুল হাদী, হানিফ সংকেত, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, জেমস, অনন্ত জলিল, মমতাজ বেগম, মেয়র আতিকুল ইসলাম, বাদল রায়, দিলারা আলো, কবির বকুল, দিনাত জাহান মুন্নি, চন্দন সিনহা, পলাশ সাজ্জাদ, দিঠি আনোয়ার, জলের গান প্রমুখ। কয়েকটি প্রতিষ্ঠান আর সংগঠনও এগিয়ে এসেছে। এই যেমন শিল্পীর পাশে ফাউন্ডেশন, সাউন্ডটেক, অনুপম রেকর্ডিং মিডিয়া, ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পীর চিকিৎসায় সহায়তার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।
এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহায়তার জন্য এগিয়ে এসেছেন চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল রোববার সংগীতশিল্পী মোমিন বিশ্বাসের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন অনন্ত জলিল। এরপর আজ সোমবার প্রথম আলোকে তিনি বলেছেন, ‘আমার যতটা সামর্থ্য আছে, চেষ্টা করি। এমনটা সারা বছরই করছি। কিন্তু এই ব্যাপারটা ফেসবুকে শেয়ার করেছি, কারণ আমি চেয়েছি অন্যরাও এগিয়ে আসুক। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই কিন্তু যথেষ্ট স্বাবলম্বী। আর এই ইন্ডাস্ট্রিতে এন্ড্রু কিশোরের অসামান্য অবদান রয়েছে, এটা সবার মনে রাখা উচিত। আজ তিনি গুরুতর অসুস্থ, তাঁর পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত।’
জানা গেছে, এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন মোমিন বিশ্বাস। প্রথম আলোকে তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর দাদার সঙ্গে আমার ২০ বছরের সম্পর্ক। তাঁর কাছেই আমার গানের হাতেখড়ি। গত ১৮ সেপ্টেম্বর যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, তখন সিঙ্গাপুর থেকে তিনি টেলিফোনে বলেছেন, পাশে থাকিস। এই মহান মানুষটার প্রতি দায়িত্ব আর কর্তব্যের জায়গা থেকে আমি তাঁর জন্য কাজ করছি।’
জানালেন, সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠান আয়োজন করেছে শোটাইম মিউজিক। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান প্রথম আলোকে বলেছেন, ‘এন্ড্রু কিশোর দাদা কনসার্ট আয়োজন করতে বলেছেন। দাদা অনুরোধ করেছেন, তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য তহবিল গঠন করতে। তাই আমরা বড় কিছু আয়োজনের পরিকল্পনা করেছি।’
জানা গেছে, বেবি নাজনীন, বাপ্পা মজুমদার ও সামিনা চৌধুরীসহ আরও অনেকে এই অনুষ্ঠানে গান করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ