নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএলজি) স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও জেলা ইএলজি প্রকল্পের ফ্যাসিলেটর সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অশোক কুমার দাস।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন, উপজেলা কো-অর্ডিনেটর (সিফোরডি) বেলাল হোসেন, উপজেলা স্যানেটারী কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, ইএলজির জেলা সমন্বয়কারী মিঠু রঞ্জন দাস, ইউপি সচিব শামীম আহমদ, ইয়াসমিন হোসনে আরা, মিতালী তালুকদার, মিরা চন্দ্র ও ইউপি সদস্য খাইরুন নেছা প্রমুখ।