সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গাঁজা, নাসির বিড়ি, কয়লা এবং বারকী নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মালামালের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৭৭,০০০ পিস (৩০৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে,
এদিকে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২০০০ কেজি ভারতীয় কয়লা এবং ০২টি বারকী নৌকা আটক করে,
অন্যদিকে রবিবার (২৪ নভেম্বর)রাতে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ এবং ০.২৫০ গ্রাম গাঁজা এবং ৫নং বাঁধাঘাট ইউনিয়নের লাউরগড় বাজার নামক স্থান হতে ২২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ, গাঁজা, নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জ এবং কয়লা ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।