নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পাউবো কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে, উপজেলা পাউবো কমিটির সদস্য সচিব ফারুক আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা মৎস্য অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যাম শফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, রাজনৈতিক প্রতিনিধি দিলীপ কুমার তালুকদার, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন, মৎস্যজীবি আজম আলী প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন আমাদের সকলে মিলে মিশে কাজ করতে হবে, হাওর রক্ষা বাধ করতে কোন ধরণের দূর্নীতি সহ্য করবনা, আর যারা হাওর রক্ষা বাধ, মাছ আহরণের জন্য কেটে দিয়েছেন, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।