প্রেস বিজ্ঞপ্তি:: সুনামগঞ্জের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩য় বারের মত ৯ম – দ্বাদশ শ্রেণির স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
‘জানার কোন নাইতো শেষ, জানবো আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার ( ১৬ নভেম্বর ) জেলার প্রায় ৪০ টি স্কুল কলেজের ২ হাজার শিক্ষার্থীদের নিয়ে এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরো জেলায় এক যুগে চলমান এই প্রতিযোগিতা সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
এব্যাপারে বিজয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মনোয়ার হোসেন হিমেল ও সাধারণ সম্পাদক আবু সালেহ জনি বলেন, আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে ও উৎসব মুখর পরিবেশে আমাদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আগামী ধাপগুলোও সফলভাবে বাস্থবায়ন করতে চাই। রেজাল্ট সচ্ছ হবে কিনা জিজ্ঞেস করলে তারা বলেন, রেজাল্ট শতভাগ সচ্ছ হবে। এখানে কোন অসচ্ছতার প্রশ্নই উঠেনা।
উল্লেখ, উক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ১ম পুরস্কার হিসেবে একটি কম্পিউটার, ২য় পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল ও ৩য় পুরস্কার হিসেবে একটি পড়ার টেবিল ছাড়াও আরো আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে