রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

সম্মেলনকে ঘিরে চাঙ্গা দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৩৬৯ বার

নিজস্ব প্রতিবেদক ::  জেলা আওয়ামীলীগের ঘোষণা মোতাবেক আগামী ৩০ নভেম্বর অনুুুষ্ঠিত হতে যাচ্ছে

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। দীর্ঘদিন পর সম্মেলনের আয়োজনে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের উপজেলা হওয়ায় বাড়তি আমাজের চাপ এখানে লক্ষ্যনীয়।

সম্মেলনকে ঘিরে এখন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে নেতাদের সরগরম লক্ষ্য করা যাচ্ছে। আবারো প্রান ফিরে পেয়েছে উপজেলা আওয়ামীলীগের রাজনীতি। পরিকল্পনামন্ত্রীর দোয়া পাওয়ায় জন্যই ব্যাকুল হচ্ছেন অনেক প্রার্থীই। ছুটছেন সমর্থনের আশায়। পরিকল্পনামন্ত্রীর দোয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ছেড়ে সমর্থন আদায়ের চেষ্টায় মত্ত অনেকেই।

এছাড়াও পদ-পদবী নিজেদের দখলে নিতে স্থানীয় নেতারা কেন্দ্রীয় ও জেলার নেতাদের পাশাপাশি তৃণমূলের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। কারা কারা হচ্ছেন প্রার্থী এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেই বা হচ্ছেন গুরুত্বপূর্ণ পদের অধিকারী। সবচেয়ে বেশি তৎপর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে সরব সমর্থকরা।

পদপদবী দাবী করে ছবি দিয়ে দলীয় ফোরামের দৃষ্টি আর্কষণ করছেন কেউ কেউ এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে সম্মেলন সম্পর্কিত ব্যানার-ফেস্টুনও টানানো হয়েছে।সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য নতুন নেতৃত্বের দাবী উঠেছে তৃণমূলে। তাদের দাবীর প্রেক্ষিতে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটিতে পরিবর্তন আসছে।
এদিকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একাধিক সূত্রের দাবী , নতুন কমিটিতে তাদেরই স্থান দেয়া হোক যারা বিতর্কিত নয়। যাদের ইমেজ ভালো। দলের জন্য নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তিকেই সর্বোচ্চ পদ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা প্রার্থী হচ্ছেন এ নিয়ে ইতিমধ্যে নেতাকর্মীদের মুখে মুখে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- সভাপতি পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবলীগ উপজেলা সভাপতি বোরহান উদ্দিন দোলন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিক খানের সাবেক চেয়ারম্যান নাম শুনা যাচ্ছে।

সাধারণ সম্পাদক পদে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসাইন, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিনের নাম শুনা যাচ্ছে । তবে পদ-পদবী প্রার্থীদের সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছে আওয়ামীলীগের একটি বিশস্ত সূত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ