রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

উদীচীর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুনামগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদক :: “গাই লড়াইয়ের গান, দুর্নীতি দুঃশাসন হোক অবসান”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী।

মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র‍্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা উদীচীর সভাপতি ও বিভাগীয় ধামাইল উন্নয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক শ্যামল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলিপ তালুকদার, সংস্কৃতি কর্মী মো: শাহ জাহান, উপজেলা উদীচীর সহ-সভভাপতি দোলন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আলী, কোষাধ্যক্ষ জয়ন্ত দেবনাথ, সহ-সম্পাদক ছায়াদ হোসেন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উদীচীর সদস্য জুসেন আহমদ, মিতু দেব, সুপ্তা চক্রবর্তী, কাকলী চন্দ, পিংকী চন্দ, উর্মি চন্দ প্রিয়া দেবনাথ প্রমুখ।
আলোচনা সভার পরবর্তীতে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ