বিনোদন ডেস্কঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শুরু হয় শুক্রবার সকাল নয়টায়, চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এবার নির্বাচনে ১৮টি পদের জন্য ২৭ জন লড়ছেন। তিনটি পদে বিকল্প প্রার্থী না থাকায় আগেই ফল চূড়ান্ত হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হয় বিএফডিসি প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটাররা ভোট দেন। ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।