নিজস্ব প্রতিবেদক :
দৈনিক অন্তরালে দৃষ্টির ক্রাইম রিপোর্টার ও গ্লোবাল সিলেট ডটকম এর বার্তা সম্পাদক, দৈনিক আলোচিত খবর ও সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক এস,এম,ওয়াহিদুল ইসলামের দিরাই পৌরশহরের পূর্ব দিরাইস্থ বাসভবনে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ টার সময় সংঘবদ্ধ চুরেরদল হানা দেয়। এসময় সাংবাদিক এস,এম,ওয়াহিদুল ইসলাম নিজ ল্যাপটপ এ কলাম লিখায় ব্যস্ত ছিলেন। দুতলা বাসার ২য় তলাতে তিন রোমের এক ইউনিটে উনি অবস্থান করেন বলে জানাগেছে। প্রতিটি রোমে বাতি জ্বালানো এবং উনার স্থী তখন রোজা রাখার জন্য খাবারের ব্যবস্থা করছিলেন। এমতাবস্থায় উনি দেখতে পান হঠাৎ করে থাই গ্লাস খুলে যাচ্ছে আর তড়িৎ বেগে একটা সরু লাটিতে কাপড় বাধা রোমে ঢুকতেছে, পাশের রোমে সাংবাদিক এস,এম,ওয়াহিদুল ইসলাম কে তাড়াতাড়ি আসতে বললেন উনার স্থী। উনি এসে শোরগোল শুরু করার পরও ছদ্মবেশী চুরেরা লাটি বেড় না করে তা নাড়াতে থাকে, এমতাবস্থায় সাংবাদিক দম্পতি আতংকিত হয়ে দিশাহারা হয়ে পড়েন। একপর্যায় এস,এম,ওয়াহিদুল ইসলাম এই রোমে নিজের তিন সন্তান ঘুমে থাকায় ও চুরের লাটি ওদের উপরে থাকায় মরিয়া হয়ে ঝাপটে ধরেন লাটি তারপরও ধস্তাধস্তি করে দুইতলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পাশের রোমের ভাড়াটে ইতিমধ্যে ঘুম থেকে উঠে শোরগোলে শরিক হলেও উনারা দুই রোমে রুমে দুইজন থাকায় ডাকাতদেরকে ধাওয়া করতে সাহস করেন নি। এবিষয়ে সাংবাদিক এস,এম,ওয়াহিদুল ইসলাম বলেন সামান্য ছিচকে চুর হলে বাতি জ্বালানো ও সজাগ থাকাবস্থায় রুমে ডোকার চেষ্টা ও শোর চিৎকার করার পরও চলে না যাওয়া আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে প্রকাশ্যে আলোর মধ্যে আমাকে প্রলুব্ধ বা উত্তেজিত করে জানালার পাশে নিয়ে আক্রমণ করতে চেয়েছিল, অন্যতায় চুর হলে শোরগোলে প্রথমেই পালিয়ে যাইত। আপনার কোন শত্রু আছে কি? প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি ৯১ সাল থেকে দিরাইয়ের বাহিরে আছি এলাকার কারো সাথে বেশি বন্ধুত্ব বা শত্রুতা কোনটাই নেই তবেঁ সাম্প্রতিক কয়েক মাস থেকে দিরাইয়ে আছ স্থানীয় সাম্প্রতিক বিষয়আশয় নিয়ে এফ,বি, ও অনলাইনে এবং পত্রপত্রিকাতে লিখছি হয়তো কেউ সংক্ষুব্ধ হয়ে ডাকাতির আড়ালে ঘটনা ঘটাতে পারে অথবা নিছক চুরিও হতে পারে। আমাদের প্রতিনিধি কে সুনামগঞ্জ জেলা পরিষদ ৯নং ওয়ার্ড সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ বলেন- সাংবাদিক এস,এম,ওয়াহিদুল ইসলাম একজন স্পষ্টবাদী নীতিবান সাংবাদিক, তাহার বাসায় চুরির চেষ্টা অত্যান্ত দুঃখজনক আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন আমরা সাংবাদিকের বাসায় চুরির বিষয়টি খতিয়ে দেখবো। এবিষয়ে দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ,বি,এম, মাসুম প্রদীপ সকাল ৯ টায় খবর পেয়ে বাসায় সরেজমিনে দেখতে যান এবং অসন্তোষ প্রকাশ করে বলেন একজন সিনিয়র সাংবাদিকের বাসায় জাগ্রত থাকাবস্থায় ফিল্মি স্টাইলে চুরির চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইদন মিয়া সমবেদনা জানিয়ে বলেন পৌর শহরে একজন সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরির চেষ্টা মেনে নেওয়া যায়না আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও নিন্দা জানিয়েছেন- দিরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিনিয়র সাংবাদিক ইয়াহিয়া চৌধুরী, গ্লোবাল সিলেট এর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সাংবাদিক শোয়েব হাসান, সম্পাদক ইকবাল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নাঈম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন রাফি প্রমুখ।