স্টাফ রিপোর্টার :: ফেইসবুকে ছড়ানো গুজবে কান না দিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজেনে আজ বুধবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার হলরুমে গুজব, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের ব্যাপারে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামের পরিচালনায় সভার শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশীদ আমীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ জিয়াউর রহমান,জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ড সভাপতি ওবায়দুর রহমান কুবাদ সহ প্রমুখ।
উক্ত সচেতনতামূলক আলোচনায় সভায় শিক্ষক–সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।