মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশের হার দেখেননি ভারতীয় অধিনায়কের শ্বশুর

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ১৮৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে কাল ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এগিয়ে থেকেও শেষ সময়ে গোল হজম করায় জয় হাতছাড়া হয় জামাল ভূঁইয়াদের। ম্যাচটি ড্র হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর শ্বশুর ও সাবেক ফুটবলার সুব্রত ভট্টাচার্য
‘কী বলেছিলাম না, ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তাই তো হলো’—ফোনের অপর প্রান্তে কণ্ঠে ঝরল ঠিক ঠিক ভবিষ্যদ্বাণী করার আনন্দ। এই জ্যোতিষী আবার যেন-তেন কেউ নন, স্বয়ং ভারত জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর শ্বশুর সুব্রত ভট্টাচার্য।
সুনীল ছেত্রীর শ্বশুরের চেয়েও সুব্রত ভট্টাচার্যের বড় পরিচয় তিনি ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। টানা এক যুগ ভারত জাতীয় দলের রক্ষণ সামলেছেন। বুট জোড়া তুলে রেখে দীর্ঘ সময় ইস্টবেঙ্গল-মোহনবাগানকে কোচিং করিয়ে বর্তমানে কলকাতা মোহামেডানের কোচ।
২০০২ সালে কলকাতা ফুটবল অধ্যায়ের প্রথম পর্বে মোহনবাগানে কোচ হিসেবে বর্তমানে শ্বশুর সুব্রতকেই পেয়েছিলেন সুনীল। জামাই বা শিষ্য যাই বলুন না কেন,সুনীলকে তাঁর হাতের তালুর মতো চেনা। ফুটবলের একজন পোড় খাওয়া কোচ হিসেবে ভারতীয় দলটিকেও পরিমাপ করতে পারেন। কম বেশি খোঁজ খবর রাখেন বাংলাদেশ দলেরও। সব জেনে- বুঝে কাল তিনি ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রথম আলোকে, ‘আমার কাছে ম্যাচটি ফিফটি-ফিফটি। ড্রয়ের সম্ভাবনাই বেশি। অথবা সুযোগ কাজে লাগিয়ে যে কোনো দল একটি গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারে।’
র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ৮৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু কাল শেষ বাঁশি বাজার পর দেখা যাচ্ছে সুব্রত ভট্টাচার্যই সঠিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ