স্টাফ রিপোর্টার:: দিরাইয়ের রাজানগরে নৃশংসভাবে, মধ্যযুগীয় বর্বরোচিত পন্থায় শিশু তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ।
সোমবার বিকাল ৫ টায় জেলা শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কোয়ার(ট্রাফিক পয়েন্টে) এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ মনি’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ রইসুজ্জামান, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার, জেলা সংসদের অর্থ সম্পাদক সানন্দ বর্মণ, ক্রীড়া সম্পাদক রাব্বি প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ শিশু তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন- আগামি ৪৮ ঘন্টার মধ্যে যদি শিশু তুহিন হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার না করা হয় তাহলে সুনামগঞ্জ জেলাসহ সারা বাংলাদেশে ছাত্র ইউনিয়নে’র নেতৃত্বে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে।
কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ রইসুজ্জামান বলেন- শিশু তুহিনের নৃশংসতম হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। খুনিরা স্বাধীন বাংলার মাটিতে এমন সাহস দেখিয়েছে শুধুমাত্র চলমান বিচারহীনতার সংস্কৃতির কারণে। এ ধারা ভেঙে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
উল্লেখ্য, শিশু তুহিনকে রাতের অন্ধকারে ঘুম থেকে তুলে নিয়ে তার লিঙ্গ ও কান কাটা হয়। গলায় দঁড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে পেটে দুটো ধারালো ছুড়ি ঢুকিয়ে রেখে যায় হত্যাকারীরা।