বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

অর্থনীতিতে নোবেল জিতলেন বাঙালিসহ তিন অর্থনীতিবিদ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ২০৫ বার

অনলাইন ডেস্কঃ  
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন এক বাঙালিসহ তিন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল বিজয়ীরা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার ডাফলো ও মাইকেল ক্রেমের।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুসের পর চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন কলকাতায় জন্ম নেওয়া অভিজিৎ ব্যানার্জি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক হিসেবে কর্মরত তিনি।
অভিজিতের সঙ্গেই নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী ফরাসি-মার্কিন অর্থনীতিবিদ এস্তার দুফলো। দ্বিতীয় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি। সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পাওয়ার কৃতিত্বও দেখালেন ডাফলো। ৪৬ বছর বয়সে নোবেল জিতলেন ডাফলো। আর তাঁর স্বামী অভিজিৎ জিতলেন ৫৮ বছর বয়সে।
অভিজিৎ-ডাফলো দম্পতির সঙ্গে নোবেল জেতা আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ