মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

অনেক নতুনের বিপিএল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ২৪১ বার

স্পোর্টস ডেস্কঃ  
ফ্র্যাঞ্চাইজিবিহীন বিপিএলে এবার প্রতি দলে একজন লেগ-স্পিনার রাখতে হবে। বাংলাদেশ দলে লেগ-স্পিনারের দীর্ঘ-দিনের অভাব ঘোচাতে এই উদ্যোগ। এবারের বিপিএল মাঠে গড়াবে বিসিবির ব্যবস্থাপনায়।
বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিল এই টি ২০ টুর্নামেন্টের স্পন্সর পার্টনারদের সঙ্গে বৈঠকে বসেছিল। বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের বিপিএলে ৩৯৭ জন ক্রিকেটারের নিবন্ধন হয়েছে। এর মধ্যে তিনশ’র বেশি বিদেশি খেলোয়াড়।
এদিকে সব দলের প্রধান কোচ থাকবেন বিদেশি। দেশি কোচরা থাকবেন সহকারী হিসেবে। ফিজিও ট্রেনাররাও সবাই থাকবেন বিদেশি। এছাড়া প্রতিটি দলে একজন করে বিদেশি ফাস্ট বোলার রাখতে হবে। তাদের বলের গতি থাকবে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি।
এবার দল গোছানো থেকে শুরু করে খেলোয়াড় সংগ্রহ, সব করবে বিসিবি। প্রতি দলে একজন করে টিম ডিরেক্টর থাকবেন। তারা বোর্ড থেকে মনোনীত হবেন। বোর্ড কর্তাদের মধ্যে যারা সাবেক ক্রিকেটার ও সংগঠক, তাদের মধ্য থেকে সাতজনকে সাত দলে ভাগ করে দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ