মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

শুধু বাংলাদেশের মাটিতেই ‘বঞ্চিত’ কোহলি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ২০৯ বার

স্পোর্টস ডেস্কঃ  
পুনে টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৪০ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। কোহলি যেসব দলের বিপক্ষে খেলেছেন তাদের মধ্যে শুধু বাংলাদেশের বিপক্ষেই ঘরে ও বাইরে সেঞ্চুরি পাননি
জমাট ব্যাটিং শুরু করেছিলেন কাল খেলার প্রথম দিনেই। মাঠ ছেড়েছিলেন ৬৩ রানে অপরাজিত থেকে। আজ দ্বিতীয় দিনে ব্যাটের কানায় লেগে দু-তিনবার ফাঁকায় ক্যাচের মতো উঠেছে। খুঁত বলতে এটুকুই যা। এর বাইরে বাকি সময় প্রোটিয়া বোলারদের হতাশায় পুড়িয়ে ঝকঝকে ব্যাটিংই করেছেন বিরাট কোহলি। আর ভারতীয় অধিনায়কের ব্যাট চওড়া হয়ে উঠলে কী ঘটে, তা সবাই জানে। সেঞ্চুরি!
পুনে টেস্টে আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। মধ্যাহ্নভোজন বিরতির চার ওভার আগে ভারনন ফিল্যান্ডারকে চোখ জুড়ানো স্ট্রেট ড্রাইভে টেস্টে নিজের ২৬তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এ বছর টেস্টে তা কোহলির প্রথম সেঞ্চুরিও। সাম্প্রতিককালে কোহলি সেঞ্চুরি করলে যা ঘটে আজও ঠিক তাই হয়েছে। ওলট-পালট হয়েছে রেকর্ডের বই। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম ৪০ সেঞ্চুরির কীর্তি এখন কোহলির দখলে।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি রিকি পন্টিংয়ের। ৩৭৬ ইনিংসে ৪১ সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক। তাঁর চেয়ে অর্ধেকেরও কম ইনিংস খেলে ৪০তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন কোহলি (১৮৫ ইনিংস)। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবেও আন্তর্জাতিক ক্রিকেটে ৪০টি সেঞ্চুরির দেখা পেলেন কোহলি।
অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৬৯তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের গড়া আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির রেকর্ডটি ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান ভাঙতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। টেস্টে ৫৩.৭৮ ব্যাটিং গড় নিয়ে থেমেছিলেন টেন্ডুলকার। কোহলির ব্যাটিং গড় ৫৩.৭৭ (সেঞ্চুরি তুলে নেওয়ার সময়)।
টেস্টে ঘরের মাঠে কিংবা বাইরে কোহলি যেসব দলের মুখোমুখি হয়েছেন, সবার বিপক্ষেই সেঞ্চুরি রয়েছে তাঁর। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। দলটির বিপক্ষে ঘরের মাঠে ডাবল সেঞ্চুরি রয়েছে কোহলির। কিন্তু বাংলাদেশের মাটিতে এ পর্যন্ত দুই টেস্ট খেলে সেঞ্চুরির দেখা পাননি তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরে কিংবা বাইরে সেঞ্চুরি রয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের। পাকিস্তান, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেননি কোহলি।
প্রথম সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলাররা। দ্বিতীয় সেশনে এসে অজিঙ্কা রাহানেকে (৫৯) তুলে নেন স্পিনার কেশব মহারাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৩। সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকা কোহলির সঙ্গে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ