বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

দাম্পত্য জীবনের ২৫ বছরে নাঈম-শাবনাজ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ২৩৪ বার

বিনোদন ডেস্কঃ আজকের দিনটা জীবনের অন্যরকম একদিন- চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি হিসেবে বিবেচিত নাঈম-শাবনাজের কাছে। আজ ৫ অক্টোবর দাম্পত্য জীবনের রজতজয়ন্তী পূর্ণ করলেন তারা। দিনটি নিয়ে বিশেষ পরিকল্পনাও রয়েছে তাদের। অনাড়ম্বর কোনো আয়োজন নয়, একান্ত ঘরোয়া পরিবেশে রজতজয়ন্তী উৎসব পালন করবেন বলে জানালেন বাংলা সিনেমার এক সময়ের আলোচিত এই জুটি।

দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় উচ্ছ্বসিত নাঈম-শাবনাজ। এ বিষয়ে নাঈম বলেন, ঘটা করেই আমাদের বিয়ে হয়। মূলত আমার বাবা মারা যাবার পর মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়ি। ওই সময়টা শাবনাজই আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে, যা আমার জন্য খুব জরুরি ছিল তখন। আর তখনই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। পরবর্তীতে আমাদের ঘর আলোকিত করে নামিরা-মাহাদিয়া আসে। সবার দোয়ায় আমরা সব সময়ই সুখে ছিলাম, সুখেই আছি। আমার জীবনে শাবনাজের ভূমিকা অনেক বড়, এটা সত্যিই অল্প কথায় ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়। জীবনের ক্রান্তিকালে শাবনাজ আমার হাতে হাত না রাখলে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমার জন্য সত্যিই কঠিন হতো।’

শাবনাজ বলেন, ‘আজ এতটা বছর পেরিয়ে এসে জীবনের ফেলে আসা দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে। মনে পড়ছে বিয়ের দিনটির কথা। খুব তাড়াহুড়ার মধ্য দিয়েই আমরা বিয়ে করেছিলাম। সেই থেকে আমরা সুখে-দুঃখে নানান চড়াই-উৎরাই পেরিয়ে একসঙ্গে আছি। বেশ ভালো আছি, সুখে আছি। এখন যেভাবে আছি সারাটা জীবন যেন নাঈমের সঙ্গে এভাবেই কাটিয়ে দিতে পারি এর চেয়ে বড় চাওয়া আর কীইবা হতে পারে। আমার মেয়ে দুটির জন্য সবাই দোয়া করবেন।’

১৯৯৪ সালের ৫ অক্টোবর রাজধানীর লালমাটিয়াতে শাবনাজের বাসায় নাঈম-শাবনাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর থেকে বিগত পঁচিশটি বছর তারা সুখে-দুঃখে একসঙ্গে আছেন। তারা দুই গর্বিত কন্যা সন্তানের মা-বাবা। বড় মেয়ে নামিরা উচ্চশিক্ষার জন্য কানাডায় আছেন এবং ছোট মেয়ে মাহাদিয়া রাজধানীর উত্তরার আগা খাঁ’তে পড়াশোনা করছেন। মাহাদিয়া আবার একজন গায়িকা হিসেবেও এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছেন। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। ঢাকাই চলচ্চিত্রে এই জুটির অভিষেকের মধ্য দিয়ে আরেক রোমান্টিক জুটির সফল যাত্রা শুরু হয়। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’সহ আরও বেশকিছু চলচ্চিত্র।

সর্বশেষ তারা দু’জন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ এবং শাবনাজ সর্বশেষ আজিজুর রহমানের ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর নাঈম-শাবনাজ জুটিকে আর চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। আলমগীর পরিচালিত ‘নির্মম’ সিনেমাতে অভিনয়ের জন্য শাবনাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ