মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

মেসির কথা শুনে কেঁদেছিল আর্জেন্টিনা দল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ২২৩ বার

স্পোর্টস ডেস্কঃ  
কোপা আমেরিকার গত টুর্নামেন্টে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। সে ম্যাচ শেষে আর্জেন্টিনার ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে কিছু কথা বলেছিলেন লিওনেল মেসি। হৃদয় ছুঁয়ে যাওয়া সেসব কথায় কান্না ধরে রাখতে পারেনি মেসির সতীর্থরা। এমন কথাই জানিয়েছেন মেসির জাতীয় দল সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া
কোপা আমেরিকার গত টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। এ হারের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে কিছু কথা বলেছিলেন লিওনেল মেসি। তা শুনে ‘ কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি’। এত দিন পর এমন কথাই জানালেন মেসির জাতীয় দল সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া।

গত জুলাইয়ে কোপার সেমিতে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। এতে জাতীয় দলের হয়ে বড় কোনো টুর্নামেন্টে জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে মেসি- ডি মারিয়াদের। ১৯৯৩ সালে এ কোপা আমেরিকাতেই সবশেষ বড় কোনো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে স্বয়ং দেশের মাটিতেই সমালোচনার শিকার হতে হয় মেসিকে। জাতীয় দলে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ বার্সেলোনা তারকা—এমন অভিযোগও উঠেছে মেসির বিপক্ষে।
কোপা আমেরিকার গত টুর্নামেন্টে আর্জেন্টিনার নেতৃত্বভার ছিল মেসির কাঁধে। সেমিতে হারের পর সতীর্থদের উদ্দেশে ভীষণ প্রেরণাদায়ক কিছু কথা বলেছিলেন বর্তমান বিশ্বে অন্যতম সেরা এ ফুটবলার। ইএসপিএনকে সে সম্পর্কেই বলেছেন ডি মারিয়া, ‘ব্রাজিলের কাছে হারের পর সুন্দর কিছু কথা বলেছিল মেসি। দল নিয়ে সে নিজের গর্বের কথা জানিয়েছিল। (জাতীয় দল ছাড়া) আমাদের খুব বেশি একসঙ্গে থাকা হয় না। অনেকে ডাক পেয়েছে প্রথমবারের মতো। কিন্তু তারপরও মনে হয়েছিল, আমরা কত দিন ধরে একসঙ্গে আছি।’
মেসির বলা কথাগুলোও জানিয়েছেন পিএসজির এ আর্জেন্টাইন উইঙ্গার, ‘সে বলেছিল, আমরা (টুর্নামেন্টের) প্রথম দিন থেকে সবাই একই পথে লড়াই করেছি। (জাতীয় দলের) জার্সির প্রতি তরুণদের নিবেদন দেখে সে ভীষণ গর্ববোধ করেছিল। কোপা আমেরিকায় যতটুকু নিংড়ে দিয়েছে তাদের প্রাপ্যটা এর চেয়েও, বেশি বলেছিল মেসি। তার কথা শেষে কেউ কান্না লুকোতে পারেনি। বিশেষ করে তরুণেরা। কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।’
দেশের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার সমালোচনা সইতে হচ্ছে মেসিকে। বার্সার হয়ে যতটা জাতীয় দলের হয়ে নিজেকে ততটা নিংড়ে দেন না—এমন অভিযোগও রয়েছে তাঁর বিপক্ষে। কিন্তু ডি মারিয়া এসব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘অনেক সমালোচনাই হয়। সে জাতীয় সংগীত গায় না, কথা বলে না। কিন্তু কোপা আমেরিকা ছিল আলাদা। সে নিজেকে প্রমাণ করেছে। আমার কাছে খুশির বিষয় হলো, সে দলের সামনে ও সংবাদকর্মীদের সঙ্গে যেভাবে কথা বলেছে। আমি এই মেসিকে পছন্দ করি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ