নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার দুই দিনের সফরে সুনাামগঞ্জ আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
তিনি বৃহস্পতিবার রাতে রেল পথে উপবন এক্সপ্রেস যোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।
শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটে সিলেটে এসে পৌঁছিবেন। সেখান থেকে গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া যাবেন। সেখানে কিছুসময় বিরতি নিয়ে সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার হত-দরিদ্র লোকজনদের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর দুপুর ৩ টায় একই স্থানে বিইইএস এনজিও’র অর্থায়নে জনসাধারণের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে যোগদান করা।
পরদিন শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক বৃক্ষ-মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী। সকাল ১১ টায় সুনামগঞ্জ সরকারি কলেজ-এর নবীন বরণ অনুষ্ঠানে যোগদান ও নতুন ছাত্রী হোস্টেল উদ্বোধন করবেন সুনামগঞ্জ-৩ আসনের এ সাংসদ। দুপুর ২ টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের অফিস পরিদর্শন শেষে বিকেল ৩ টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে আশা কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদানে যোগদান করবেন। সেখান থেকে সিলেটে সরাসরি চলে আসবেন পরিকল্পনামন্ত্রী। তিনি সন্ধ্যা ৬ টায় সিলেট সরকারি মহিলা কলেজে ছাত্রীদের জন্য প্রদানকৃত বাসের উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় আকাশপথে নভোএয়ারের একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করেন।