মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

দর্শকদের জন্য খারাপ লাগছে সাকিবের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪৭ বার

স্পোর্টস ডেস্কঃ  
বৃষ্টি মাথায় করেই শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয়েছিল উল্লেখযোগ্য পরিমাণ দর্শক। তারাও বুঝতে পেরেছিলেন, বৃষ্টির জন্য খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াবে না। কিন্তু ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে গ্যালারিতে বসে ছিলেন দর্শকেরা। বৃষ্টি নেমেছে, দর্শকেরা ভিজেছেন তবু খেলা মাঠে গড়ানোর আশায় ছিলেন সবাই। বেরসিক বৃষ্টি সে আশায় জল ঢেলে দিয়ে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য করেছে। এতে ত্রিদেশীয় সিরিজে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কি এভাবে চ্যাম্পিয়ন হতে চেয়েছিলেন?
ফাইনালে উঠলে কেউ শিরোপা ভাগ করতে চায় না। বৃষ্টির কারণে তা করতে হয়েছে। তবে সাকিবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলা মাঠে না গড়ানোয় দর্শকদের কষ্টটুকু বৃথা গেল। ম্যাচ অফিশিয়াল ফাইনাল পরিত্যক্ত ঘোষণার পর সংবাদমাধ্যমের কাছে সে হতাশা প্রকাশ করেছেন সাকিব, ‘দর্শকদের জন্য বিষয়টি হতাশার। খুব ভালো একটা ম্যাচ দেখার প্রত্যাশা নিয়ে তারা মাঠে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির ওপর আমাদের কোনো হাত নেই।’
গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে হার-জিত দুটোই দেখেছে বাংলাদেশ। শেষ মুখোমুখিতে দলটির বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ফাইনালটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন স্বাগতিক অধিনায়ক, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ফাইনালে উঠে আসার পথে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয় ম্যাচটা না হওয়ায় দুই দলই হতাশ।’
ফাইনাল মাঠে গড়ালে খেলতেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। এর আগে চোটে পড়ায় ফাইনালে তাঁর খেলা নিয়ে শঙ্কা ছিল। ফাইনাল মাঠে না গড়ানোয় রশিদও হতাশ। দর্শকদের জন্যও খারাপ লাগছে আফগানিস্তান অধিনায়কের, ‘এখানকার দর্শকেরা অবিশ্বাস্য। খেলা মাঠে গড়িয়ে ফল আসুক—আমরা এটা চেয়েছিলাম। কিন্তু বৃষ্টির ওপর আমাদের কোনো হাত নেই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ