বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

পাকিস্তানে ভূমিকম্প, নিহত ১৯

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৫৪ বার

অনলাইন ডেস্কঃ  
শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের পূর্বাঞ্চল। এতে অন্তত ১৯ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও আছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর শহরে। ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে মিরপুর এলাকার একটি প্রধান সড়কে বিশাল ভূমি ধস হয়েছে।
পাকিস্তানি ইংরেজি দৈনিক ডনের অনলাইনে বলা হয়েছে, আজ মঙ্গলবার বিকেলে ওই ভূমিকম্প হয়। এটা ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের ঘটনায় হতাহতের পুরো চিত্র এখনো জানা যায়নি।
পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ রিয়াজ বলেছেন, ‘এই কম্পন ১০ কিলোমিটার গভীর ছিল। পুরো পাঞ্জাব প্রদেশসহ খাইবার পাখতুনের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে ভয়াবহ আঘাতটা হেনেছে মিরপুরে।’
ঘটনার পর থেকে মিরপুরে ভূমিকম্পের পরের পরাঘাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগের পরপরই ঘটনাস্থলে চিকিৎসা সেবা পাঠানো হয়েছে।
মঙ্গলবারের ভূমিকম্পের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে পাকিস্তানে ২০০৫ সালে এক শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার হতাহতের ঘটনা ঘটেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ