মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

‘আমরা ভালো মানুষ হব, ভালো খেলোয়াড় হব’-পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্রাকের চার পাশে শোভা পাচ্ছে ফারাজ আইয়াজ হোসেনের বিশাল আকারের বেশ কয়েকটি পোস্টার। ঠোঁটে স্নিগ্ধ হাসি দিয়ে সবাইকে যেন অলক্ষ্যে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছেন তরুণ ফায়াজ। হোলি আর্টিজান হামলার প্রাণ হারানো এই তরুণের আদর্শকে সামনে রেখেই আজ উদ্বোধন হলো ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপের। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মতো শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজানে মর্মান্তিক জঙ্গি হামলার শিকার হয়েছিলেন ফারাজ। বন্ধুর জন্য প্রাণের মায়া ত্যাগ করেছিলেন ফারাজ। উদ্বোধনী মঞ্চে সেই আত্মত্যাগের কথা আজ স্মরণ করিয়ে দিলেন পরিকল্পনা মন্ত্রী মান্নান, ‘আমি ফারাজকে স্মরণ করছি। সে তরুণ প্রজন্মের কাছে একটা বড় নাম। আমরা ভালো মানুষ হব, ভালো খেলোয়াড় হব। আমাদের দেশের খেলার ঐতিহ্য ধরে রাখতে হবে। ফুটবলে আমাদের ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সোনালী অতীত ক্লাবকেও ধন্যবাদ ও শুভেচ্ছা।’
উদ্বোধনী অনুষ্ঠানে আজ পরিকল্পনা মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের সহযোগী পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, হা-মীম গ্রুপের উপমহাব্যবস্থাপক সাইদুর রহমান, ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: নাজমুল করিম, ফারাজ হোসেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বিনয় দাস সহ আরও অনেকে।
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নির্মম শিকার ফারাজ আইয়াজ হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের এ ফুটবল প্রতিযোগিতা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফারইস্ট বিশ্ববিদ্যালয়। নিজেদের প্রথম ম্যাচে স্টেট বিশ্ববিদ্যালয়কে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিয়েছে তারা। ডাবল হ্যাটট্রিক করেছেন উসাই মং মারমা ও জোড়া গোল করেছেন স্বাধীন।
আজ আনুষ্ঠানিক উদ্বোধন আজ হলেও টুর্নামেন্টের খেলা শুরু হয়ে গিয়েছে ২১ সেপ্টেম্বর। আজ বিকেলে উদ্বোধন হওয়ার আগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে রাসেল মুন্সির একমাত্র গোলে জয় পেয়েছে গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। জোড়া গোল করেছেন তানজিম হোসেন, জয়ী দলের অন্য গোলটি এসেছে সোহানুর রহমানের পা থেকে। সহপাঠীদের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিল শ দু-এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণী।
টুর্নামেন্টে মোট ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। মূল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হলেও কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম ও মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজেও হবে কিছু ম্যাচ। ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে হবে নকআউট পর্ব। উদ্বোধনী ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ ২ লাখ। টুর্নামেন্টে সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে হামীম গ্রুপ ও শাহজালাল ইসলামী ব্যাংক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ