শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

সুনামগঞ্জে ৪১০ মণ্ডপে হবে দুর্গাপূজা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ  হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলায় চলতি বছর বারোয়ারি ও ব্যক্তিগত মিলিয়ে ৪১০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৩৮৬টি মণ্ডপে দুর্গোৎসব হয়। এ বছর জেলায় আরও ২৪টি মণ্ডপ যুক্ত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা সূত্রে জানা যায়, সদর উপজেলায় ৪৫টি, বিশ্বম্ভরপুরে ২৯টি, তাহিরপুরে ২৯টি, দক্ষিণ সুনামগঞ্জে ২২টি, দোয়ারাবাজারে ১৮টি, জামালগঞ্জে ৪৭টি, দিরাইয়ে ৫৭টি, শাল্লায় ৩২, জামালগঞ্জে ৪৭টি, জগন্নাথপুরে ৩৯টি, মধ্যনগরে ৩১টি, ধর্মপাশায় ১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় জানান, ‘বেশিরভাগ পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। কোনও কোনও মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষও হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব পাহারাদার, স্বেচ্ছাসেবক, বিদ্যুতের লোড শেডিং হলে জেনারেটর ব্যবস্থা, পুরুষ ও মহিলাদের পূজা মণ্ডপে প্রবেশের পৃথক রাস্তা, ধর্মীয় গান বাজানোর ব্যবস্থা, রাত ১২টার পর গানবাজনা বন্ধ রাখা এবং আজান ও নামাজের সময় গানবাজনা বন্ধ রাখাসহ নানান নির্দেশনা দেওয়া হয়েছে পূজা কমিটির নেতাদের।’ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিদের পূজা মণ্ডপ পরিদর্শনের আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, গ্রামপুলিশ, আনসার মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোষাকে পুলিশের ও ডিবির টিম বিশেষ দায়িত্ব পালন করবে। সুনামগঞ্জ পৌর এলাকার পূজা মণ্ডপগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘জেলায় সুষ্ঠু সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য মাদক, বখাটেপনা ও মোটরসাইকেল চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। উঠতি বয়সী বখাটেদের কারণে মেয়েছেলেরা ভালোভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারে না। তারা রাস্তায় নানান হেনস্থার স্বীকার হয়। বখাটেরা মোটরসাইকেল নিয়ে পূজামণ্ডপের আশপাশের সড়কগুলোতে দাপিয়ে বেড়ায়। পূজার সময় মাদকের চাহিদাও বেড়ে যায়। তাই এগুলো শুরু থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন। কেউ পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির সামান্যতম চেষ্টা করলে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
(বাংলাট্রিবিউন)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ