স্পোর্টস ডেস্কঃ
সাকিব আল হাসান দেখালেন কীভাবে ম্যাচ জেতাতে হয়। সহজ এক ম্যাচকে কঠিন বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। দলের বাকি সব ব্যাটসম্যানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল মাইনফিল্ডে হাঁটতে বলা হয়েছে তাঁদের। এমন অবস্থায় ভয়ংকর চাপ সামলে রান তোলার দায়িত্ব শুধু বুঝে নেননি, রানের গতিটাও ধরে রেখেছিলেন সাকিব। অধিনায়কোচিত এক ইনিংসে দলকে শেষেরে বাঁধাটুকু পার করে তবেই ক্ষান্ত হয়েছেন সাকিব। অধিনায়কের অনবদ্য ৭০ রানে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
পাঁচ বছর আগে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ। ৮ রানে সেদিন ৩ উইকেট নিয়ে মূল ভূমিকা রেখেছিলেন সাকিব। পাঁচ বছর ও ৪ ম্যাচ বিরতিতে আফগানদের আবার হারাতে সেই সাকিবকে জ্বলে উঠতে হলো। বোলিংয়ে কিপটে বোলিং করেছেন, আউট করেছেন ফর্মে থাকা নবীকে। কিন্তু ওতেও যথেষ্ট হয়নি, ব্যাট হাতেও সেরা ফর্মে দেখা দিতে হয়েছে তাঁকে।
৮ রানে লিটন আউট হওয়ার নেমেছিলেন। ৬ বল বাকি থাকতে দলকে জিতিয়ে তবে ফিরেছেন।
বিস্তারিত আসছে…