রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

যোগ্য নেতৃত্বের অভাবে ছাতক দোয়ারার কাংখিত উন্নয়ন হচ্ছেনা -আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৫০১ বার

এম এ মোতালিব ভুঁইয়া:
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে ছাতক দোয়ারার কাংখিত উন্নয়ন হচ্ছেনা। বর্তমান এমপি মহোদয় নদী ভাঙনের কবল থেকে ছাতক-দোয়ারাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। জাতীয় যুবসংহতির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা জাতীয় যুবসংহতির উদ্যোগে উপজেলা যুব সংহতির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক নূর হোসেন মুহাম্মদ আব্দুল্লাহ,র সভাপতিত্বে এবং উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলাম আরো বলেন, সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারায়ও নেতৃত্ব পরিবর্তনের সময় হয়ে গেছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নিতে জাতীয় যুবসংহতি বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশের মানুষ উন্নয়নের জন্য পল্লীবন্ধু এরশাদকে এদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নজির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আবুল কালাম, পান্ডার গাও ইউনিয়ন যুবসংহতির সভাপতি সায়াদ গণি, লক্ষীপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি জামাল উদ্দীন, দোহালিয়া ইউনিয়ন যুবসংহতির সভাপতি আলী হোসেন, মান্নারগাও ইউনিয়ন যুবসংহতির সভাপতি বোরহান উদ্দিন, বোগলা ইউনিয়ন যুবসংহতির সভাপতি আশিক মিয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ