মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

আমিনুলের মধ্যে ‘এক্স ফ্যাক্টর’ দেখছেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২২ বার

স্পোর্টস ডেস্কঃ  
এক ম্যাচ দেখেই আমিনুল ইসলামকে দুর্দান্ত লেগ স্পিনার বলার উপায় নেই। তবে আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর বলার মতোই। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের নায়ক মাহমুদউল্লাহর মনে হয়েছে আমিনুলের মধ্যে ‘এক্স-ফ্যাক্টর’ আছে।
দলে আমিনুলের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে অনেক কথাই হয়েছে গত দুদিনে। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল থেকে তাঁকে সরাসরি আনা হয়েছে জাতীয় দলে। তিনি খেলছেন আবার লেগ স্পিনার হিসেবে। অথচ প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলেছেন মূলত ব্যাটসম্যান হিসেবে।
নির্বাচকেরা তাঁকে লেগ স্পিনার হিসেবে নির্বাচন করে যে ভুল করেননি, সেটি প্রমাণ করতে আরও সময় লাগবে আমিনুলের। তবে শুরুটা তো হলো দুর্দান্ত। জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে রাঙিয়েছেন অভিষেক। সাধারণ দর্শকদের কথা কী বলবেন, আমিনুলকে মাহমুদউল্লাহই চিনলেন দুদিন হলো। ১৯ বছর বয়সী লেগ স্পিনারের বোলিং দেখে ভীষণ মুগ্ধ বাংলাদেশ দলের এই সিনিয়র ব্যাটসম্যান, ‘আজ যখন মাঠে নামছিলাম খুব করে চাইছিলাম বিপ্লব (আমিনুল) খুব ভালো করুক। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম না। ওর খেলাও দেখিনি কখনো। যখন ওকে নেটে দেখলাম, মনে হলো ওর মধ্যে এক্স-ফ্যাক্টর আছে। খুব চাইছিলাম যেন সে ভালো করে। ওর পারফরম্যান্স দেখে অনেক খুশি। সাকিবকে বলছিলাম, সে যে সাহস নিয়ে বোলিং করেছে, দুর্দান্ত! ফিল্ডিং ভালো করে। ব্যাটিং সামর্থ্যও ভালো। যেভাবে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট, এটা যদি ধরে রাখতে পারে বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে সে।’
শুধু বোলিং নয়, আমিনুলের আরও কিছু বিষয় মুগ্ধ করেছে মাহমুদউল্লাহকে, ‘আন্তর্জাতিক অভিষেকে সবারই কম-বেশি স্নায়ুচাপ থাকে। ওকে আজ শুধু বলছিলাম যাই করো, বুকে সাহস নিয়ে করবে। ভয় নিয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। যা করবে মন খুলে। মনে হচ্ছিল কথাগুলো সে অনুভব করছিল এবং সেভাবেই বোলিং করেছে। ওর বোলিং দেখে মনে হচ্ছিল সে বেশ আক্রমণাত্মক। তার ফিল্ডিং, শারীরিক ভাষাও বেশ আক্রমণাত্মক। টি-টোয়ন্টিতে এটা খুব দরকার। কখনো কখনো হয়তো এসব কাজে আসবে না। তবে বেশির ভাগ সময় কাজে আসবে। তবে অনেক খুশি যে সে ভালো করেছে।’
এমন দুর্দান্ত শুরু বাংলাদেশের অনেক ক্রিকেটারেরই হয়েছে। প্রায় বিস্মৃতির অতলে চলে যাওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেনের শুরুটাও কম দুর্দান্ত ছিল? লেগ স্পিনের রোমাঞ্চ তিনি যেভাবে জাগিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটে একজন লেগ স্পিনারের হাপিত্যেশ দূর করার আশা দিয়েছিলেন—সেই তিনি কোথায় হারিয়ে গেলেন। সময়ের স্রোতে আমিনুল আরেকজন জুবায়ের হবেন না তো?
মাহমুদউল্লাহ ভীষণ আশাবাদী আমিনুলকে নিয়ে, ‘লিখন (জুবায়ের) যখন শুরু করেছিল, ওকে খুব দুর্দান্ত মনে হতো। ওর গুগলি পড়া খুব কঠিন হতো। এর মধ্যে ওর ফর্মে অনেক উত্থান-পতন হয়েছে। আমরা তেমন ভালো লেগ স্পিনার পাচ্ছিলাম না। অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল। এই ছেলেটাকে অনেক সম্ভাবনাময় মনে হচ্ছে। দলের সবাই অনেক উৎসাহিত করছি তাকে। উজ্জ্বল ভবিষ্যৎ আছে ছেলেটার।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ