বিনোদন ডেস্কঃ
রানাঘাটের প্ল্যাটফর্মে গান গেয়ে ঘুরে বেড়ানো সেই রানু মণ্ডলের নামে এবার পূজার বাজারে এসেছে শাড়ি। পূজায় বাজার মাতাচ্ছে রানু শাড়ি।
পূজায় ভারতের পশ্চিমবঙ্গে কেনাকাটাও শুরু হয়ে গেছে। আর পূজায় শাড়িতে ভিন্নতা আনতে বাজারে আনা হয়েছে রানু শাড়ি। ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই শাড়ি।
ইন্টারনেটে ভিডিও ভাইরাল হওয়ার পর সম্প্রতি হিমেশ রেশমিয়ার পরিচালনায় সিনেমায় গান গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। গানের সেই ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন রঙের সিল্ক শাড়ি পরেছিলেন রানু। সেই শাড়িই পূজার আগে বিভিন্ন দোকানে ‘রানু’ শাড়ি নামে বিক্রি হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।
পশ্চিমবঙ্গের তেহট্ট বাজার এলাকার বিক্রেতা জানান, গানের রেকর্ডিংয়ের জন্য মুম্বাই গিয়ে রানু পড়েছিলেন তুষার সিল্ক নামের এক ধরনের শাড়ি। সেখান থেকেই ওই শাড়ি জনপ্রিয় হয়েছে।
তেহট্ট বাজারের ক্ষীরোদা বস্ত্রালয়ের মালিক চঞ্চল মজুমদার বলেন, তুষার সিল্ক শাড়ি আগে খুব কমবিক্রি হতো। এখন রানু সিল্ক নাম দেওয়ায় অনেক বিক্রি হচ্ছে।
চঞ্চল বলেন, আগের বছরও আমরা এই শাড়ি তুলেছিলাম। কিন্তু এ বছরের মতো বিক্রি আগের বছর হয়নি।
তেহট্টের বাজারে শাড়ির ক্রেতা মীরা হালদার বলেন, প্রত্যেক বছরই পূজায় কোনো না কোনো নতুন নামের শাড়ি দেখা যায়। এ বার চলছে রানু শাড়ি। শুনেছি, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে নাকি তিনি ওই শাড়ি পরেছিলেন।