দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির এর সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মীরপুর বাজারস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জমির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য হাজ্বী মোঃ নুরুল ইসলামের পরিচালনায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মীরপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুসাহীদ,সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সসূত্রধর বীরেন্দ্র,অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন খানঁ,প্রবাসী কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মীরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক,যুক্তরাজ্য মিডল্যন্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইসহাক পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আকমল খানঁ,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজেফর আলী, কোষাধ্যক্ষ সুবোধ রঞ্জন পাল,সাংগঠনিক সম্পাদক হাবিব খানঁ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা ছাদেকুর রহমান ছাদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কয়েছ মিয়া, লিতু খানঁ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ রুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দোলন, যুগ্ম আহবায়ক মোঃ বাদশা মিয়া, যুবলীগ নেতা জুয়েল মিয়া, আফরোজ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ প্রমূখ। সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক’রা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থী আব্দুল কাদির এর নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ভোট প্রার্থনার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান,বক্তারা বলেন দলের দায়িত্ব শীল পদে থেকে যাহারা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তাহারা আগামী ২২ তারিখের মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন নতুবা গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।