সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

শশ্মানের জায়গা দখলের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে প্রাণনাশের হুমকি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৬১২ বার

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের শশ্মানঘাটের জায়গা ভূমিখেকো মোঃ আমিনুল হক জোরপূর্বক দখলের সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ায় প্রচারিত হয়। এতে ভূমিখেকো কর্তৃক হিন্দু সম্প্রদায়ের নিরীহ লোকজনকে বিভিন্নভাবে প্রাণে মারাসহ গ্রামছাড়া করার হুমকি দামকীতে আতংঙ্কিত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। শ্রীনারায়নপুর গ্রামের মৃত চাওধন দাসের ছেলে নগেন্দ্র দাস তাদের জানামালের নিরাপত্তা চেয়ে গত ৩১ মার্চ রাতে পার্শবর্তী হলিমপুর গ্রামের রুকুম উল্ল্যার ছেলে ভূমিখেকো ও জায়গা দখলকারী আমিনুল হককে অভিযুক্ত করে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,আমিনুল হক পেশীশক্তির জোরে কয়েকমাস পূর্বে শ্রীনারায়নপুর মৌজার ০১ নং খতিয়ানের সাবেক ১৫৬৬ দাগের ২ একর ৭১ শতক শশ্মানঘাটের জায়গা দখল করে নেন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের যারাই বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন তাদেরকে প্রাণে মারাসহ গ্রামছাড়া করার হুমকি ও দিয়েছেন। এর আগেও বাদিপক্ষ(হিন্দু সম্প্রদায়ের পক্ষে) নগেন্দ্র দাস শশ্মানের দখলকৃত জায়গা উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার মিলেনি তাদের। গত ২৮ মার্চ বাদি নগেন্দ্র দাস হাওর থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় পেয়ে বিবাদি আমিনুল হক তাকে আটকিয়ে রেখে হুমকি দামকী দিয়ে বলেন সাংবাদিকদের দিয়ে যে রিপোর্ট করানো হয়েছে তা সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মিথ্যা বলার চাপ প্রয়োগ করেন। অন্যতায় তাকে প্রাণে মারাসহ তার পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দেয় বলে উল্লেখ করা হয়। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে আমিনুল হক পালিয়ে যায়। ভূমিখেকো আমিনুল হকের অত্যাচারে অতিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের লোকজন তার কবল থেকে শশ্মানের জায়গা উদ্ধারের পাশপাশি তাকে দ্রুত গ্রেফতার করতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিকট দাবী জানান।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আমিনুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে,তিনি শশ্মানের জাগয়া দখলের বিষয়টি অস্বীকার করে বলেন,গ্রামের একটি গোষ্ঠি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক অভিযোগ দিচ্ছে। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তফা কামাল অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেন জানান,শশ্মানের জায়গা দখলের বিষয়টি তদন্তের পর দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ