স্টাফ,রিপোর্টার,ছায়াদ হুসেন সবুজ:
শনিবার নিজ গ্রামের জন সাধারনের সাথে জন্মস্থান ডুংরিয়ার বিভিন্ন স্থান পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সকাল ১১.৩০ ঘটিকায় তিনি প্রথমে ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন,স্কুলের সার্বিক অবস্থার খোজ খবর নেন,স্কুলের ছাত্র/ছাত্রীদের সাথে আনন্দময় কিছু সময় কাটান তিনি। এরপর প্রতিমন্ত্রী ডুংরিয়া ঠাকুর বাড়িতে স্থাপিত নতুন মন্দির পরিদর্শন করেন,তারপর প্রতিমন্ত্রী নিজ গ্রাম ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার খুজ খবর নেন,মাদ্রাসার কবরস্থানে শায়িত জন্মদাতা মা বাবার কবর জিয়ারত করেন। এলাকার রাস্থাঘাট পরিদর্শন করেন,নিজ গ্রামে কাটানো একদিন প্রতিমন্ত্রী এম এ মান্নান উনার শৈশবের স্মৃতিকে মনে করতে গিয়ে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন ডুংরিয়ার প্রবীন মুরব্বি দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী। ডুংরিয়া ৬ নং ওয়ার্ড মেম্বার আবদুল বাতিন,ডুংরিয়া সুরমা যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোশাররফ হুসেন। ডুংরিয়া গ্রামের বিশিষ্ট বিচারী আবদুল অদুদ ও ডুংরিয়া সুরমা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।