শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

সাকিবকে ভক্তের ফুল, সরানো হলো ৬ পুলিশ সদস্যকে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ২১৭ বার

স্পোর্টস ডেস্কঃ  
চট্টগ্রামে শুক্রবার বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ চলার সময় একজন দর্শক মাঠে ঢুকে পড়ার ঘটনায় ৬ পুলিশ সদস্যকে মাঠের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ওই ৬ পুলিশ সদস্যের মধ্যে আছেন দুজন উপপরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক প্রথম আলোকে বলেন, খেলার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনায় ৬ জন পুলিশ সদস্যকে মাঠের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার আফগানিস্তান ইনিংসের ১০৭ তম ওভারের বোলিং শুরু করতে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় এক যুবক দৌড়ে ঢুকে পড়েন মাঠের মধ্যে। ফয়সাল নামের ওই দর্শকের হাতে দেখা যায় এক তোড়া লাল গোলাপ। যুবকটি সাকিবের কাছে এসে স্যালুট দেন এবং হাঁটু গেড়ে লাল গোলাপ উপহার দিতে চান সাকিবকে। পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে সরিয়ে নিয়ে যায়। এর আগ পর্যন্ত খেলা থেমে থাকে ৩-৪ মিনিট।
ফয়সালকে পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় পাহাড়তলী থানায়। সেখানে স্টেডিয়ামে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই ব্যক্তিকে শনিবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ