হয়তোবা জন্মান্তরের টানে
নয়তো কালের স্রোতে ভেসে-
তোমার হৃদয় দ্বারে এসে ঠেকেছি।
তোমার চোখের কালো কাজলের মোহে
অকুল সাগরে আকুল ভাবে,
জীবন্মৃত হয়ে যাচ্ছি ভেসে ভেসে।
যুগলের সুগন্ধির খুঁজে
রয়েছি নর্দমায় পড়ে,
তোমার পরশের আশে
কাল চলে যায় মহাকালের পথে।
তুমি তো নিত্য প্রেমিক
আমি ক্ষুদ্র ক্লান্ত পথিক,
পড়ে যাই মাঝে মাঝে
তোমার পাতানো ফাঁদে!
তাই বলে কি নিবেনা সঙ্গে
তোমার চির দাসী করে।
লিখেছেন: পংকজ চক্রবর্তী জয়
অনার্স ৩য় বর্ষ, এমসি কলেজ সিলেট।