বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

ফেরদৌস পূর্ণিমাসহ ৪০ তারকাদের হুমকি, থানায় জিডি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪২ বার

বিনোদন ডেস্ক:: লন্ডনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাংলাদেশের ৪০ জন তারকাশিল্পী, কলাকুশলীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়ার পর হুমকি দিচ্ছেন এক ব্যক্তি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকি দেওয়া এই ব্যক্তির নাম জুবাইর।
হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন, চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমা, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাপ্রমুখ। ব্রিটিশ মুঠোফোন নম্বর থেকে শিল্পীদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে হুমকি দিয়েছেন জুবাইর নামের ওই ব্যক্তি।
এ বিষয়ে কণ্ঠশিল্পী কনা জাগো নিউজকে বলেন, ‘যেসব শিল্পীদের সঙ্গে জুবাইর যোগাযোগ করেছিলো তাদের প্রত্যেককে একই মেসেজ পাঠিয়েছে। প্রায় ৪০ জন শিল্পীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপিসহ আনুষঙ্গিক কাগজপত্র নিয়েছে সে। মূল পাসপোর্ট নয়, পাসপোর্টের ছবি মেইল করা হয় তাকে। এখন সে উল্টাপাল্টা কথা বলছে, হুমকি দিচ্ছে। আমাদের নিরাপত্তার জন্যই জিডি করা হয়েছে।’
জুবাইর শিল্পীদের জানান, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং ওই অভিনেত্রীর ভাই প্রতারণা করে তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে। শিল্পীদের সেই টাকা ফেরত দেয়া ব্যবস্থা করতে বলেন তিনি। ফেরত না দিলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যবস্থা করবেন বলে হুমকি দেন।
এরপর রাতেই শিল্পীদের পক্ষ থেকে গুলশান থানায় জিডি করা হয়। সবশেষ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে টাকা ফেরতের দাবি করে বার্তা পাঠানো হয়। আগামী সাত দিনের মধ্যে কেউ না কেউ ‘শেষ’ হবে বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গুলশান থানা থেকে শিল্পীদের জানানো হয়, বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সূত্র: জাগোনিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ