দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় কাবাডি খেলা। তবে কোমলমতি শিশুরা এখনো সেই ঐতিহ্যবাহী খেলাকে ধরে রেখেছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর- গ্রামের মাঠে কোমলমতি শিশুরা কাবাডি খেলতে দেখা যায়। এ সময় খেলায় ব্যস্ত থাকা কোমলমতি শিশুরা একদল আরেক দলকে হারিয়ে নিজে জেতার জন্য হৈচৈ করছে। তাদের খেলাটি উপভোগ করতে মাঠের পাশে অন্য শিশু সহ বড়রা সমবেত হয়েছেন। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা। যা এখন আর সচরাচর দেখা যায় না।