শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

বিশ্বকাপ এবার না জিতলে কখনোই নয়: মেসি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৫৪৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
জাতীয় দলের হয়ে চারটি ফাইনাল খেললেও শিরোপার দেখা মেলেনি। রাশিয়া বিশ্বকাপ জিতে সে অপূর্ণতা ঘোঁচাতে মরিয়া লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের মতে,তারা এবার বিশ্বকাপ জিততে না পারলে আর কখনোই পারবে না। টানা তিন বছর তিনটি ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। এর মধ্যে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে র্জামানির কাছে ১-০ গোলে হারে তারা। এরপর ২০১৫ ও ২০১৬ সালে দুইবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হার মানে দলটি। ২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালেও উঠেছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপের স্মৃতিচারণ করে মেসি বলেন, “এটা কঠিন ছিল। কারণ আমরা ট্রফি তুলে ধরতে পারিনি। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে যাওয়াটা ছিল খুবই খুবই কষ্টের। “বাজে এই অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে চাই আমরা। বিশ্বকাপ জিততে চাই। আগের প্রতিযোগিতাগুলোতে খুব কাছে গিয়ে শিরোপা তুলে ধরতে না পারাটা আমাদের সবার জন্যই ছিল হতাশার।”
“আমরা সবসময় আমাদের শতভাগ দিয়ে খেলি। আমরা তিনবার ফাইনালে উঠেছি।” “আমরা মনে করি, বিশ্বকাপ এবার না জিততে পারলে আর কখনই নয়।…আমাদের চিন্তা করতে হবে যে, এটাই এই দলের খেলোয়াড়দের শেষ বিশ্বকাপ হতে পারে।” তবে বিশ্বকাপ জয়ের রাস্তাটা সহজ হবে না বলে বিশ্বাস মেসির। রাশিয়া বিশ্বকাপে আরও চারটি দেশকে পরিষ্কার ফেভারিট হিসেবে দেখছেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। “এই মুহূর্তে আমরা বিশ্বকাপ জেতার প্রতিদ্বন্দ্বিতায় নেই। এখানে স্পেন, জার্মানি, ব্রাজিল ও ফ্রান্সের মতো আরও ভালো দল আছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ