বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

সুনামগঞ্জ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এ মাসেই: শোভন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ২১২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ  এ মাসেই  (সেপ্টেম্বর) ঘোষণা করা হবে সুনামগঞ্জ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। এছাড়া সম্মেলনের মাধ্যমে জেলার সকল উপজেলা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা ছাত্রলীগের কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা দেন তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে ও আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় তিনি আরো  বলেন, বাংলাদেশে এখন মেধার প্রতিযোগিতা চলছে। মেধাহীন ছাত্রলীগের দরকার নেই। যারা কথায় কথায় শ্লোগান দেয়, কথায় কথায় চাঁদাবাজি আর পেশিশক্তি দেখায় এমন মেধাহীন ছাত্রলীগ কর্মী আমি চাইনা। বাংলাদেশ ছাত্রলীগ একটা শক্তি ও আদর্শের নাম। ছাত্রলীগ কর্মীকে অবস্যই সুশৃঙ্খল হতে হবে। বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে দেশের কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে শোভন বলেন, কর্মীরা হচ্ছেন ছাত্রলীগের প্রাণ। তাদেরকে সংগঠিত করতে আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। আপনাদের মনে রাখতে হবে ছাত্রলীগ কর্মীদের মন হতে হবে পাহাড় সমুতুল্য। বঙ্গবন্ধুর মন ছিলো পাহাড় সমান। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ কর্মীদের মনও তার মতো হতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার বাস্তবায়নে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। কেননা আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এই প্রজন্মের।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর মঞ্জুর পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সহ সম্পাদক ওয়াসিম আকরাম, উপ-আর্ন্তজাতিক সম্পাদক মিহির  রঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর রঞ্জন দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।

এদিকে কর্মিসভায় আহবায়ক কমিটির ৩০ জনের মধ্যে ১৪ জনকে দাওয়াত না দেয়ায় সভা বয়কট করেছে ছাত্রলীগের একাংশ। সকালে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সভা বয়কট করেন তারা।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ