স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আজ শনিবার সকাল থেকেই ঝড়ো বাতাস বৃষ্টি বইছে। ঝড়-বৃষ্টির আভাস পেয়েই ২ ঘন্টা আগেই দক্ষিণ সুনামগঞ্জের বিদ্যুৎ চলে যায়। বৃষ্টি থামার লক্ষণ নেই, ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জে ঝড়ো বাতাস-বৃষ্টি সহ বর্জ্রপাত বইছে। তবে ঝড়ে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। তবে কৃষকের মনে স্বস্তি নেই। এদিকে স্থানীয় বিদ্যুৎ অফিস সুত্র জানিয়েছে,দিনের অবস্থা দেখে বিদ্যুৎ সরবরাহ করা হবে।