দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
সহায়তা ট্রাস্ট গৌরবের মুক্তিযুদ্ধের উদ্যোগে ৬ সাদা মনের মানুষকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রয়াত সংগঠক হুসেন বখত স্মরণে প্রকাশিত স্মারকগ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়। এমএ মান্নান এমপি এসময় বলেন,‘মুক্তিযুদ্ধের সময় পূর্ণ যৌবন ছিল আমার,কিন্তু আমি অস্ত্র হাতে নিতে পারিনি,এই গ্লানি নিয়ে বেঁচে আছি। আমার জন্য এটি বড় কষ্টের।’ তিনি বলেন, ‘আমাদের এই ভূখন্ড বহুকাল বহিরাগত ব্যক্তিদের দ্বারা শাসন হয়েছে। নিস্পেষিত জাতি হিসাবে ছিলাম আমরা,মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অনেকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন ধরে রাখার কাজ করছে। সুনামগঞ্জের ডাবর,জাউয়া,রনশি,শ্রীপুর এসব এলাকার যুদ্ধের স্মৃতি ধরে রাখা হবে। জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা এই দেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’ অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে গৌরবের মুক্তিযুদ্ধের সভাপতি শীলা রায়’এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক বজলুল মজিদ চৌধুরী খসরু। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন ভোলাগঞ্জ সাবসেক্টরের কমান্ডার প্রকৌশলী ন আ ম আলমগীর,বাঁশতলা সাব সেক্টরের সহ অধিনায়ক লে.কর্ণেল (অব.)আব্দুর রউফ বীরবিক্রম। এছাড়া সম্মাননা গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করেন-ধুর্জটি কুমার বসু,অমর চাঁন দাস,মরহুম মো.শওকতুল ইসলাম আজাদের ছেলে রাসেল,মরহুম আছদ্দর চৌধুরীর ছেলে চৌধুরী মো.আবু কয়সরের স্ত্রী সায়রা ফারহানা চৌধুরী। আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন- নবনির্বাচিত পৌর মেয়র নাদের বখ্তসহ অন্য সদস্যরা। আলোচনা অনুষ্ঠানে এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন-ট্রাস্টি ড.গোলাম সুবহানী চৌধুরী (রানা চৌধুরী),আনোয়ার বখ্ত সুভাস,অ্যাডভোকেট সালেহ আহমদ প্রমুখ।