স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশের ক্রিকেটাররা কাল যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত, তখন ঢাকায় পা রাখে আফগানিস্তান ক্রিকেট দল। ঢাকায় যাত্রাবিরতির পর চট্টগ্রামের বিমান ধরে রশিদ খানের দল। ৫ সেপ্টেম্বর শুরু একমাত্র টেস্টের প্রস্তুতি আজ থেকেই শুরু করতে চায় আফগানরা। আজ দুপুর থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানরা। কাল আবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
বাংলাদেশের মাটিতে একমাত্র টেস্টটি রশিদ খানের জন্য স্মরণীয় হতে চলছে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। নেতৃত্ব পাওয়ায় যথেষ্ট উজ্জীবিত তিনি। কাল চট্টগ্রাম বিমানবন্দরে এই লেগ স্পিনার বললেন অধিনায়কত্বটা উপভোগ করবেন তিনি, ‘আমি অনেক উৎফুল্ল। দলের এখন আমার নতুন দায়িত্ব। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করব এবং খেলা উপভোগ করার চেষ্টা করব।’
খেলাটা টেস্ট বলেই আফগানিস্তানকে চট্টগ্রাম টেস্টের ফেবারিট বলা যাচ্ছে না। সাদা বলের ক্রিকেট হলে গল্পটা ভিন্ন হতে পারত। তবে আফগানদের নতুন অধিনায়ক রশিদ খানের ভিন্নমত। ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণে মাত্র দুই টেস্ট পুরোনো আফগানিস্তান এখনই বড় দলকে হুমকি দেওয়ার জন্য তৈরি। তিনি বলেছেন, ‘টেস্ট অবশ্যই ভিন্ন। ভিন্ন মানসিকতা থাকতে হয় টেস্ট ক্রিকেটে। তিন সংস্করণের ক্রিকেটে খেলার জন্য নিজেদের ক্রমাগত বদলাতে হয়, ভিন্ন পরিস্থিতি সামলানোর জন্য তৈরি থাকতে হয়। আমরা এসবের জন্য প্রস্তুত আছি। এখানে আসার আগে দুবাইয়ে ভালো প্রস্তুতি ক্যাম্প হয়েছে আমাদের। আশা করি, আমরা এখানে ইতিবাচক পারফরম্যান্স দিতে পারব।’
বাংলাদেশ যে খুবই কঠিন প্রতিপক্ষ, সেটি জানাতেও ভোলেননি রশিদ, ‘গত ৩-৪ বছরে ভালো করেছে বাংলাদেশ ক্রিকেট। খুবই ভালো খেলছে তারা। বিশেষ করে বিশ্বকাপে অবিশ্বাস্য রকমের ভালো খেলেছে ওরা। প্রতিদিনই উন্নতি করছে তাদের ক্রিকেট। আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। প্রতিটি দলের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের জন্য সিরিজটি ভালো হবে, আশা করি।’