বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

ঈদের ছুটি, এখনো বিশ্রামে বেশির ভাগ তারকা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৪৫৭ বার

বিনোদন ডেস্কঃ  
ঈদের মতো উৎসবে মানুষের বিনোদনের দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদের ঈদ আসে দেরিতে। ছুটি শেষ হয় আরেকটু দেরিতে। সাধারণ মানুষের ঈদ শেষ হওয়ার পর শুরু হয় তারকাদের ঈদ। সেই অনুযায়ী বিনোদন অঙ্গনের তারকা অভিনয়শিল্পী ও পরিচালকদের ঈদের ছুটি শুরু হয়েছে কেবল। কেউ কেউ এই অবকাশকে নিয়েছেন বিশ্রামের সময় হিসেবে।
ঈদ উপলক্ষে টেলিভিশনে প্রচারিত হয়েছে শতাধিক নাটক। চাহিদাসম্পন্ন কোনো কোনো তারকা অভিনয় করেছেন তিন, চার, পাঁচ বা তারও অধিক নাটক ও টেলিছবিতে। কেউ কেউ আবার ছিলেন ঈদের ধারাবাহিকে। এমনকি ঈদের ছুটিতেও শুটিং করতে হয়েছে কোনো কোনো অভিনয়শিল্পীকে। বন্ধ ছিল না ভিডিও সম্পাদকদের কম্পিউটার।
ধরা যাক অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। ঈদের জন্য তাঁকে কাজ শুরু করতে হয়েছে ঈদের মাস তিনেক আগে থেকে। সারা বছর কাজের ফাঁকে ফাঁকে বিশ্রামের সুযোগ থাকলেও ঈদের সময় সেটা পাওয়া খুবই দুরূহ ব্যাপার বলে মনে হয়েছে তাঁর। তিনি জানালেন, আবার আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে ফিরতে হবে। তিনি বললেন, ‘ঈদের সময় কয়েক দিন ফাঁকা পাই, বন্ধুবান্ধব-আত্মীয়স্বজনের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাতে পারি। অন্য সময় সেটা হয় না।’
ঈদের টিভি নাটক নিয়ে এই অভিনেতা বলেন, ‘এবারের বেশির ভাগ নাটকের গল্প একটু গুরুগম্ভীর। ঈদের নাটক বলতে আগে হাসিঠাট্টা, ভাঁড়ামির নাটক বেশি হতো। সেই তুলনায় এবার সিরিয়াস গল্পের নাটক বেশি ছিল। তবে সেগুলোর মান নিয়ে বলতে পারবেন বোদ্ধা এবং দর্শকেরা। যে নাটকগুলো ইতিমধ্যে ইউটিউবে গেছে, সেগুলোর মন্তব্যের ঘরে দেখলাম অনেক দর্শক লিখেছেন, বিগত সময়ের চেয়ে ভালো গল্প নিয়ে কাজ হয়েছে এই ঈদে। একই ধরনের গল্প দেখতে দেখতে দর্শকদের একঘেয়েমি চলে এসেছিল।’
ছুটি কাটাতে পাবনা গেছেন পরিচালক রেদওয়ান রনি। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন নতুন কাহিনিচিত্রের কাজ। ঈদে তাঁর পরিচালনায় নাটক বিহাইন্ড দ্য পাপ্পি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিনি জানালেন, এখন রবির অনলাইন প্ল্যাটফর্মে নাটকটি দেখা যাচ্ছে, পরে ইউটিউবেও পাওয়া যাবে। তিনি বলেন, ‘ঈদের চাপ শেষ করে বাড়িতে এসেছি। কয়েকটা দিন বিশ্রাম নিয়েই চলে যাব নতুন কাজে। জাহাজে করে সমুদ্রে গিয়ে শুটিং করব। ইন্টারেস্টিং একটা কাজ শুরু করেছি। শুটিং কিছুটা করে ফেলেছি, আগামী এক মাসের মধ্যে বাকিটা শেষ করব। তারপর শুরু করব একটা ওয়েব সিরিজের কাজ।’
এখনো চট্টগ্রামে নিজ বাড়িতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। আগামীকাল থেকে নিজের চলমান ধারাবাহিকগুলোর শুটিং শুরু করবেন তিনি। আগামী মাসে শুরু হচ্ছে তাঁর নতুন ছবি গণ্ডির শুটিং। এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপের সময়ও এনটিভিতে তিনি দেখছিলেন আশফাক নিপুণ পরিচালিত ঈদের নাটক এই শহরে। তিনি বলেন, ‘বেশির ভাগ কমেডি ঘরানার নাটক দেখানো হচ্ছে এই ঈদে। কিছু কাজ ভালো লেগেছে। যেটা দেখছি সেটাও বেশ ভালো লাগছে।’
ছুটি শেষ করে গতকাল শুক্রবার গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে ফিরছিলেন টেলিভিশন তারকা সাদিয়া জাহান প্রভা। তাঁর ঈদের ছুটি শেষ হবে এই সপ্তাহে। তারপর শুরু হবে চলমান ধারাবাহিকগুলোর কাজ। ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে টেলিভিশনে নাটক দেখেননি। প্রভা বলেন, ‘বিজ্ঞাপনের জন্য টিভিতে নাটক দেখা হয় না। পরে যখন ইউটিউবে নাটকগুলো আসবে, তখন দেখব বলে ঠিক করেছি।’
ঈদ উপলক্ষে একগুচ্ছ নাটক বানিয়ে ক্লান্ত তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গতকালই কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। ঠিক করেছেন, ছুটি কাটাতে দেশের বাইরে যাবেন। ফিরে এসে নতুন কাজ নিয়ে চিন্তাভাবনা শুরু করবেন। একই সময়ে অপর্ণার মতো তিনিও দেখছিলেন এই শহরে নাটকটি। জানালেন শাফায়েত মনসুর রানার আমাদের সমাজবিজ্ঞান নাটকটি দেখার আগ্রহ আছে। এই পরিচালক বললেন, ‘নিজের কাজ নিয়ে কথা বলাটা বিব্রতকর। তবে আমাকে যাঁরা জানেন এবং নাটক দেখেছেন, তাঁরা কেস ৩০৪০ এবং অপূর্ব ও মিথিলা অভিনীত লাইফ ইন্স্যুরেন্স নাটক দুটি নিয়ে একটু ব্যতিক্রমী প্রতিক্রিয়া জানিয়েছেন।’
নাটক ও টেলিছবি নির্মিত হয় সারা বছর। তবে ঈদের জন্য একটু বাড়তি ও ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকে নির্মাতা ও অভিনয়শিল্পীদের। সেই কাজে ব্যাপক ঘাম ঝরাতে হয় তাঁদের। সেই দিক থেকে কাজের ইতিবাচক প্রতিক্রিয়া পেলে কাজগুলোকে সার্থক মনে করেন তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনয়শিল্পী বলেন, কাজ ভালো-খারাপ যা–ই হোক না কেন, প্রতিক্রিয়া জানানোর স্বাধীনতা সবারই আছে। তবে ইউটিউবে কতিপয় ব্যক্তি প্রতিক্রিয়া জানানোর নামে অকথ্য ভাষা ব্যবহার করেন, এসব মনিটরিংয়ের আওতায় আসা দরকার। সভ্য ভাষাতেও নেতিবাচক মন্তব্য ও প্রতিক্রিয়া জানানো যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ