দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জীবদ্দশায় প্রতি বছর ঈদে রংপুর আসতেন। আজ তার অনুপস্থিতি রংপুরবাসীর ঈদ আনন্দকে কিছুটা ম্লান করেছে।
তার শূন্যতা কখনও পূরণ হবে না। আমি ভাইয়ের এই শূন্যতা পূরণ করতে পারব কি না জানি না। তবুও অনেক কষ্ট নিয়ে আজ রংপুরে ঈদ করতে এসেছি। ভীষণ মনে পড়ছে তাকে।
ঈদ পালন করতে রোববার বিকেলে জিএম কাদের রংপুরে এলে সাংবাদিকদের এ কথা বলেন। ওই দিন বিকেলে তিনি পল্লীনিবাসে এরশাদের কবর জিয়ারত করেন।
জিএম কাদের বলেন, প্রতি বছর কোরবানির ঈদ পালন করতে এরশাদ সাহেব রংপুরে আসতেন। কালেক্টরেট ঈদগাহ মাঠে সবার সঙ্গে নামাজ আদায় করতেন। দিনভর পল্লীনিবাসে পার্টির নেতাকর্মীসহ সবার সঙ্গে কুশল বিনিময় করতেন। কোরবানি দিয়ে সেই মাংস সবার মাঝে বিলিয়ে দিতেন। আজ এই দিনে তিনি আমাদের মাঝে নেই। তার অসমাপ্ত কাজগুলো আমি করতে চাই।