বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ২৫৪ বার

আন্তর্জাতিক ডেস্কঃ  
ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতি ঠিক করতে পারল না ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস।
তাই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফের দলের দায়িত্বে ফেরানো হল সোনিয়া গান্ধীকে। খবর এনডিটিভির।
দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।
সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এদিনও রাহুল গান্ধীকে সভাপতি পদে ফিরে পেতে আগ্রহী ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ।
কিন্তু পদত্যাগপত্র তুলে নিতে রাজি হননি তিনি। এমন অবস্থায় যতদিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত সভাপতির দায়িত্ব নিতে অনুরোধ করা হয় সোনিয়াকে। রাহুলের মা ও প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া এতে রাজি হলে রাহুলের পদত্যাগপত্র গৃহীত হয়।
রাহুলের উত্তরসূরি হিসেবে এতদিন মুকুল ওয়াসনিক এবং মোদি সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব পালনকারী মল্লিকার্জুন খড়গের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত গান্ধী পরিবারেই হাতেই কংগ্রেস প্রধানের দায়িত্ব থাকল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ