নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামের হিন্দুদের শ্মশানঘাটের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ঐ গ্রামের লোকজন। জানা যায় মঙ্গলবার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামবাসীর উদ্যোগে এফআইভিডিবি স্কুল সংলগ্ন রাস্তায় হলিমপুর গ্রামের আমিনুল হক ও তার সহসঙ্গী লোকজন জোরপূর্বক শ্মশানঘাটের জমি দখল করেছে এরুপ অভিযোগের ভিত্তিতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন শ্রীনারায়নপুর গ্রামের নগেন্দ্র কুমার দাস,সুরেশ চন্দ্র দাস,অরুণ কুমার দাস,বণমালী দাস,জহরলাল দাস সচী দাস,হিরণশীল, রমিজ খান,বারানন্দ দাস,ধীরেন দাস,আব্দুর রকিব,মো.হিরণ মিয়া জুয়েল মিয়া,ঝন্টু কুমার দাস প্রমুখ। গ্রামবাসী জানান,বিগত বছরে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় ফলে এবং ওই গ্রামের শ্মশানঘাটের বিকল্প কোন ব্যবস্হা না থাকায় মৃতদেহের দাহকার্য করা নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের।