মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ঈদের ছবির বাজারে বন্যা ও ডেঙ্গুর আতঙ্ক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৩২৯ বার

বিনোদন ডেস্কঃ  
ঈদ আসতে আর মাত্র চার দিন বাকি। অথচ ঈদ উৎসবের সবচেয়ে বড় বিনোদন ঈদের সিনেমা নিয়ে চলচ্চিত্রপাড়ায় খুব একটা আলোচনা নেই, নেই সেই আমেজও। চলচ্চিত্রপাড়াখ্যাত কাকরাইলেও সিনেমার মানুষজনের আনাগোনা কম।
চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশজুড়ে চলছে প্রাকৃতিক দুর্যোগ। যার প্রভাব পড়ছে সিনেমাতেও। একদিকে পুরো উত্তর অঞ্চলে বন্যা। অন্যদিকে দেশজুড়ে হঠাৎ করেই ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ স্বস্তিতে নেই। তা ছাড়া ঈদের ছবির জন্য যে আলাদা একটা প্রচার-প্রচারণা দরকার, সেটাও এবার লক্ষ করা যাচ্ছে না। তাই অন্যবারের তুলনায় এবারের ঈদে সিনেমা হলের সংখ্যাও কমতে পারে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘ঈদুল ফিতরে মৌসুমি হলসহ প্রায় ৩০০ হলে ঈদের তিনটি ছবি মুক্তি পেয়ে ছিল। কিন্তু এবার বন্যার কারণে উত্তর অঞ্চলের বেশ কিছু জেলায় হয়তো হল খুলবে না। তা ছাড়া দেশের মধ্যে ডেঙ্গু–আতঙ্ক। সবমিলে এবার ঈদে সিনেমা হলের সংখ্যা কমতে পারে।’
প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘ঈদের ছবির একটা আলাদা প্রচার–প্রচারণা থাকে। কিন্তু এবার নেই। ঈদের আমেজ সিনেমাতে নেই। বন্যা ও ডেঙ্গুর কারণে সবকিছু ম্লান হয়ে গেছে। এ দুর্যোগের মধ্যে সিনেমার প্রচার–প্রচারণাটাও কেউ আর করতে চাইছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে যতটুকু করা যাচ্ছে, ততটুকুই।’
এবারও ঈদুল আজহায় তিনটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। ছবিগুলো হলো ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বেপরোয়া’ ও ‘ভালোবাসার জ্বালা’। এর মধ্যে শাকিব-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবি বড় বাজেটের।
প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এর প্রযোজক এনামুল আরমান বলেন, ‘এরই মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং ঢাকা ও ঢাকার বাইরে বড় ১০৩টি হল বুকিং হয়ে গেছে। আশা করছি, শেষ মুহূর্তে গিয়ে হলের সংখ্যা দেড় শর বেশি হবে।’
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
‘বেপরোয়া’ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন বলেন, এরই মধ্যে ৬০টির মতো হল বুকিং হয়েছে। চাঁদরাত পর্যন্ত ৮০টি হল হতে পারে। ‘বেপরোয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, খালিদ হোসাইন সুজন প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ভারতের রাজাচন্দ।
নবাগত শাকিল খান ও অর্পাকে নিয়ে পরিচালক বশির আহমদ তৈরি করেছেন ‘ভালোবাসার জ্বালা’ ছবিটি। ঈদুল আজহায় দেশের ১০টি হলে মুক্তির কথা রয়েছে। পরিচালক জানিয়েছেন, অনেক দিন পর ঢালিউডে সাপের ছবি মুক্তি পাচ্ছে। ছবিটির গল্প ও চিত্রনাট্যও বশির আহমদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ