স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করছে। ইতিমধ্যেই ডেঙ্গু নিরোধ করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। শুধু সরকারের একার পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে সবাই সচেতন হওয়া উচিত।
তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে আমাদের উচিত ঘরবাড়ি পরিষ্কার রাখা। আর অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবেই আমরা এই ডেঙ্গু থেকে রক্ষা পাবো। ভয় পাওয়ার কিছু নাই বিনামূল্যে ডেঙ্গু রুগিদের চিকিৎসা দেয়া হবে। গুজবে কান দিবেন না। উন্নয়নের সাথে থাকুন।
শুক্রবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাডিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসীম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী প্রমুখ।