স্পোর্টস ডেস্কঃ
শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৬২ রানে হারিয়ে সিরিজ হারের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।
আফগানিস্তান ‘এ’ দলের কাছে ওয়ানডে সিরিজ হারলে কঠোর সমালোচনার মুখে পড়ত বাংলাদেশ ‘এ’ দল। শেষ পর্যন্ত সিরিজ হারের হাত থেকে বেঁচে গিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডেতে আফগানদের ৬২ রানে হারিয়ে ২-২ সমতায় শেষ করেছে ইমরুলরা। অন্য ওয়ানডেটি বৃষ্টিতে ভেসে গিয়েছে।
আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) নাঈম শেখের সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান করে বাংলাদেশ। জবাবে ৪৫.১ ওভার খেলে ২০০ রানেই গুটিয়ে যায় আফগানরা। ম্যাচ সেরা হয়েছে নাঈম।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শুরুতে এগিয়ে ছিল আফগানরাই। তৃতীয় ওয়ানেতে সমতায় ফিরে বাংলাদেশ। বৃষ্টির কারণে চতুর্থ ওয়ানডে সম্ভাব্য হারের মুখ থেকে ফিরে আসে ইমরুলের নেতৃত্বাধীন দল। আজ পঞ্চম ম্যাচে সহজ জয় তুলে নিয়ে ২-২ সমতায় থেকে সিরিজ শেষ করল স্বাগতিকেরা। বিস্তারিত আসছে…. .